বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার ১৫ অক্টোবর ২০২৫
 
রাজধানী
বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা, ৫ বছর বয়স পর্যন্ত ফ্রি





Thursday, 12 September, 2024
12:33 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনর্নির্ধারণ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোটানিক্যাল গার্ডেনে ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা।

এ ছাড়া, ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিল ৫০ টাকা। এই ফি কমিয়ে ৬-১২ বছর বয়সীদের জন্য ১৫ টাকা এবং পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীর দলগত ফি হবে এক হাজার টাকা এবং ১০১-২০০ জনের দলের ফি এক হাজার ৫০০ টাকা।

বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য জনপ্রতি বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে।

এর আগে গত ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয় জনসাধারণের মাঝে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ফি কমানোর নির্দেশনা দেন।

১১ সেপ্টেম্বর জারি হওয়া এই নতুন প্রবেশ ফি সংক্রান্ত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com