বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯ আশ্বিন ১৪৩২
বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট





চট্টগ্রাম ব্যুরো
Monday, 4 March, 2024
6:18 PM
 @palabadalnet

সুগার মিলে আগুন। ছবি: সংগৃহীত

সুগার মিলে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের ইছানগর এলাকার এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার ওই মিলে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

“ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি”, বলেন আবদুল মালেক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা এখন ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।

“আমরা যতটুকু তথ্য পেয়েছি, ভেতরে কেউ আটকা পড়েনি”, বলেন তিনি।

জানতে চাইলে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, “সুগার মিল চালু ছিল। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানতে পারিনি। ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তাও এখনো জানতে পারিনি।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com