বুধবার ১ অক্টোবর ২০২৫ ১৬ আশ্বিন ১৪৩২
বুধবার ১ অক্টোবর ২০২৫
 
বিনোদন
গ্র্যামি আসরে বাংলাদেশের ফুয়াদ ও মুজা





পালাবদল ডেস্ক
Monday, 5 February, 2024
4:57 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ এর ৬৬ তম আসরে অংশ নিয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী ফুয়াদ আল মুকতাদির ও মুজা।

রোববার লস অ্যাঞ্জেলসে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পোস্ট দিয়েছেন ফুয়াদ ও মুজা।

ফুয়াদের সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে মুজা লেখেন, ‌“কোনো কিছুর আগে বলতে চাই সব প্রশংসা ওপরওয়ালার। আমি শুধু আশীর্বাদপ্রাপ্তই নই, বরং গর্বিত যে বাংলাদেশের অন্যতম বড় শিল্পীর সঙ্গে গ্র্যামিতে যোগ দিতে পেরেছি। আমার বয়সী অনেকে এই স্বপ্ন দেখে এবং আমি সেটা বাস্তব করতে পেরেছি। পরবর্তী স্বপ্ন হলো একটি বাংলা গানকে শুধু গ্র্যামিতে মনোনয়ন নয়, গ্র্যামিতে পুরস্কৃত করা। আমি জানি আমরা এটা করতে পারব।”

এ সময় ফুয়াদের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো স্কার্ফ ও কালো সানগ্লাস। আর মুজা পরেছিলেন টাক্সেডো ও সাদা শার্ট।

এবারের গ্র্যামিতে বাজিমাত করেছেন টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশ। এ ছাড়া বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে শিরোপা উঠেছে ভারতের চার শিল্পীর মাথায়। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com