বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
 
বিদেশ
জাতিসংঘ মহাসচিবকে অবশ্যই পদত্যাগ করতে হবে: ইসরাইল





পালাবদল ডেস্ক
Wednesday, 31 January, 2024
11:36 PM
 @palabadalnet

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পদত্যাগে চাপ দিলো ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাঈল কাটজ এ দাবি তোলেন। জাতিসংঘের ত্রান সংস্থার সদস্যরা হামাসকে ইসরাইলে আক্রমণে সহায়তা করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি গুতেরেসকে পদত্যাগ করতে বলেন। 

আরটির খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে এ পদে আছেন গুতেরেস। এ মাসের শুরুতে ইসরাইল অভিযোগ তুলেছিল যে, জাতিসংঘের ‘রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস’ বা ইউএনআরডব্লিউএ’র ১২ কর্মী হামাসকে ইসরাইলি আক্রমণে সহায়তা করেছে। গত ৭ অক্টোবরের ওই আক্রমণে ১২০০ ইসরাইলি নিহত হয়েছে। 

যেহেতু জাতিসংঘের একটি সংস্থার সদস্যরা হামাসকে সহায়তা করেছে তাই এ জন্য জাতিসংঘের মহাসচিবও দায়ী বলে দাবি করেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। পলিটিকোর মূল কোম্পানি অ্যাক্সেল স্প্রিঙ্গারকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার কাটজ বলেন, অবশ্যই মহাসচিব হিসেবে গুতেরেস দায়ী। এ জন্য তাকে পদত্যাগ করতে হবে। জাতিসংঘেরও উচিত তাকে সরিয়ে দেয়া। জাতিসংঘের প্রধান তার সংস্থার আচরণ সম্পর্কিত অনেক অভিযোগ এবং হামাসকে তাদের সহযোগিতার ইঙ্গিতগুলি উপেক্ষা করেছেন। ইসরাইল বিশ্বাস করে, ইউএনআরডব্লিউএ পুরোপুরিভাবে হামাসকে সহযোগিতা করছে।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com