রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
রবিবার ১৯ অক্টোবর ২০২৫
 
জাতীয়
সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিজিবির মহাপরিচালকের





নিজস্ব প্রতিবেদক
Sunday, 28 January, 2024
10:56 PM
 @palabadalnet

সীমান্ত পরিদর্শনের সময় বিজিবির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানছবি: বিজিবির সৌজন্যে

সীমান্ত পরিদর্শনের সময় বিজিবির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানছবি: বিজিবির সৌজন্যে

ঢাকা: মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ রোববার কক্সবাজার ও বান্দরবান জেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। প্রতিনিয়ত সেখানকার অস্থিতিশীল অবস্থা ও সংঘাতময় পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিজিবি মহাপরিচালক আজ সীমান্ত পরিদর্শন করেন।

বিজিবি জানায়, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনে উখিয়ার পালংখালী বিওপি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে হোয়াইক্যং বিওপি ও তৎসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়কেরাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com