শনিবার ১ নভেম্বর ২০২৫ ১৭ কার্তিক ১৪৩২
শনিবার ১ নভেম্বর ২০২৫
 
ক্রিকেট
আরেকটি বিশ্বকাপ জিতে পুরোপুরি থামতে চান ওয়ার্নার





স্পোর্টস ডেস্ক
Sunday, 7 January, 2024
4:27 AM
 @palabadalnet

ওয়ানডে বিশ্বকাপে দুটি ট্রফির ছোঁয়া পেয়েছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতেও সেই স্বাদ দুবার না পেলে কী আর চলে! ক্যারিয়ার শেষের আগে এখন সেটিই লক্ষ্য তার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা পুরোপুরি থামাতে চান এই অস্ট্রেলিয়ান ওপেনার। 

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবার বিশ্ব আসরে শিরোপা জয়ের অভিজ্ঞতা হয় ওয়ার্নারের। টি-টোয়েন্টিতে তখনও বৈশ্বিক শিরোপা ছিল না অস্ট্রেলিয়ার। সেই আক্ষেপ মিটিয়ে ২০২১ সালে তারা চ্যাম্পিয়ন হয় এই সংস্করণে। টুর্নামেন্ট সেরা হয়ে সেই শিরোপা জয়ে বড় অবদান রাখেন ওয়ার্নার। এরপর গত নভেম্বরে আবারও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অংশ হন তিনি। 

ভারতের বিপক্ষে আহমেদাবাদে সেই বিশ্বকাপ ফাইনালই ওয়ানডেতে তার শেষ ম্যাচ। দল প্রয়োজন মনে করলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দুয়ার তিনি খুলে রেখেছেন বটে, তবে সেটির বাস্তব সম্ভাবনা সামান্য। এরপর পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে শনিবার ইতি টানলেন টেস্ট ক্যারিয়ারের।

অস্ট্রেলিয়ার হয়ে এখন কেবল টি-টোয়েন্টিতেই দেখা যাবে ৩৭ বছর বয়সী ব্যাটসম্যানকে। ২০০৯ সালে তার আন্তর্জাতিক অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস দিয়ে। পরে তিনি সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছেন সব সংস্করণেই। এখন সেই অভিযান শেষ করতে চান টি-টোয়েন্টি দিয়েই। 

আপাতত তার দৃষ্টি আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। টেস্ট থেকে বিদায়ের দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আরও একবার ট্রফি উঁচিয়ে ধরে তবেই জাতীয় দলের অধ্যায় চুকিয়ে ফেলতে চান তিনি। 

“হ্যাঁ, সেটিই বলা যায় আমার শেষের লক্ষ্য… আমার শেষটা হবে টি-টোয়েন্টি দিয়েই। ক্যারিয়ার শুরু করেছিলাম টি-টোয়েন্টি দিয়ে, শেষও করব টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই। এটিই সবচেয়ে উপযুক্ত।” 

“খেলাটাকে আমি সত্যিই ভালোবাসি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি বিশ্বকাপ জিততে চাই আমি।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com