সোমবার ৬ অক্টোবর ২০২৫ ২১ আশ্বিন ১৪৩২
সোমবার ৬ অক্টোবর ২০২৫
 
মিডিয়া
সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান





পালাবদল ডেস্ক
Wednesday, 1 November, 2023
9:14 PM
 @palabadalnet

 বুধবার দুপুরে সচিবালয়ে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: পিআইডি

বুধবার দুপুরে সচিবালয়ে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: পিআইডি

ঢাকা: সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মামলার পরামর্শ দেন তিনি।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

হাছান মাহমুদ বলেন, গত ২৮ অক্টোবর ঢাকা শহরে বিএনপির সমাবেশের নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং কার্যত রাষ্ট্রের ওপর হামলা হয়েছে। এসব হামলাকারী চিহ্নিত। তারা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। এটাকে নিছক রাজনীতি বলে দায় এড়ানো যাবে না।

সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “বিএনপির হামলায় ৩০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের ওপর হামলার ভয়াবহতা, নির্মমতা, নিষ্ঠুরতা কী রকম ছিল, সেটি সারা দেশের জনগণ জানে না। এটা জানানোর দায়িত্ব আপনাদের।”

মন্ত্রী আরও বলেন, “যেসব সাংবাদিক হামলা, নির্যাতন, নির্মমতার শিকার হয়েছেন, যদি আইনগত ব্যবস্থা নিতে হয়, সংশ্লিষ্ট হাউস (গণমাধ্যম প্রতিষ্ঠান) থেকে মামলা করতে হবে। পাশাপাশি কোনো হাউস যদি চায়, আহত সাংবাদিকদের তালিকা দিলে কল্যাণ ট্রাস্ট থেকে আমরা চিকিৎসার জন্য সহায়তা করব।”

দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সাংবাদিকদের ওপর আক্রমণ সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ।”

দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, “বিএনপি সাংবাদিকদের ওপর যে আক্রমণ করেছে, যে নৃশংসতা ও সন্ত্রাস করেছে, তাতে আমরা নাগরিক হিসেবে চরম উদ্বিগ্ন এবং এর নিন্দা জানাই।”

সভায় আরো উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহম্মদ আলী, ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, ডেইলি পিপলস লাইফের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান প্রমুখ। তারা সাংবাদিকদের ওপর হামলা এবং রাজনীতির নামে সন্ত্রাসের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে তাদের লেখনী অব্যাহত থাকবে বলে জানান।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com