ঢাকা: টানা ভারি বর্ষণের মধ্যে শুক্রবার কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পাঁচ দশকের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।
এর আগের দিনই ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বর্ষণ হচ্ছে। শনিবার থেকে অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কমে এলেও সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে তা অব্যাহত থাকবে। কয়েকদিন পর সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উল্লেখ করে এ আবহাওয়াবিদ জানান, এ সময়ে নিকলীতে ৪৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।
এ পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ ৫৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে, ২০০১ সালের ১৪ জুনে। চট্টগ্রামেই ২০১২ সালের ২৬ জুন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।
এ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকলেও ভারি বৃষ্টিজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।