শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
স্বাস্থ্য
বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, ১৩ জনের গুরুতর





নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 July, 2025
12:47 AM
 @palabadalnet

জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রবেশমুখে সেনাসদস্যদের অবস্থান। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রবেশমুখে সেনাসদস্যদের অবস্থান। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার দুপুরে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তাদের এখন বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আরও ১৩ জনের অবস্থা গুরুতর বলে সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে।

পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, “বার্ন ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সিঙ্গাপুরের চিকিৎসক রোগীদের অবস্থা মূল্যায়ন করতে এবং তাদের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে সহায়তা করছেন।”

কাউকে বিদেশে পাঠানো হতে পারে কি না, জানতে চাইলে পরিচালক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com