বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
আইন-আদালত
দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
1:13 PM
 @palabadalnet

ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত।

আজ সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ তাদের বিচারিক কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। খবর বাসসের।

আজ হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরুর আগেও এক মিনিট নীরবতা পালন করা হয়।

দেশের সব অধস্তন আদালতেও এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ ২২শে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে আরও বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com