বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
 
মিডিয়া
মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের ৩৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 16 July, 2025
10:57 PM
Update: 16.07.2025
10:58:17 PM
 @palabadalnet

মুন্নি সাহা। ছবি: সংগৃহীত

মুন্নি সাহা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিতর্কিত সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসাইন ও তার পরিবারের দুই সদস্যের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছেন আদালত।

ওই দুইজন হলেন-তার মা আপেল রাণী সাহা ও ভাই তপন কুমার সাহা। সূত্র জানিয়েছে, ৩৩টি অ্যাকাউন্টে ১৮ কোটি ১৬ লাখ টাকা জমা রয়েছে।

দুদক উপপরিচালক ও মামলাটির তদন্ত দলের প্রধান মো. ইয়াসির আরাফাতের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা যেকোনো সময় টাকাগুলো অন্যত্র সরানোর চেষ্টা করতে পারেন। এমন হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে।

এর আগে একটি আবেদন আমলে নিয়ে গত ৩ জুন একই আদালত মুন্নী সাহা, তার স্বামী, মা ও দুই ভাইয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com