মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
রাজনীতি
ভারত নিয়ে রিজভীর বক্তব্যকে সমর্থন করে যা বললেন সারজিস





নিজস্ব প্রতিবেদক
Monday, 9 June, 2025
5:36 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সম্প্রতি ভারতকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তার করা মন্তব্যকে সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই সমর্থন জানান তিনি।

সন্ধ্যা ৭টার দিকে দেয়া ওই পোস্টে বিএনপির ভেরিফায়েড পেজে শেয়ার করা রিজভীর সেই বক্তব্যটিও সংযুক্ত করেছেন সারজিস আলম। সেই সঙ্গে তিনি লিখেছেন, “দেশের স্বার্থে যেকোনো যৌক্তিক বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।~”

এর আগে এক বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার- সবকিছুই এরই অংশ।”

রিজভীর এ বক্তব্যটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুকেও ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে। রোববার পোস্ট করা ফটোকার্ডে দাবি করা হয়েছে, রিজভী ওই বক্তব্য গত ৬ জুন দিয়েছেন। কিন্তু তিনি কোথায় এমন বক্তব্য দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com