বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
গুলি করে বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেল বিএসএফ, ভারতের হাসপাতালে মৃত্যু





লালমনিরহাট প্রতিনিধি
Thursday, 17 April, 2025
1:02 AM
 @palabadalnet

হাসিবুল আলম। ছবি: সংগৃহীত

হাসিবুল আলম। ছবি: সংগৃহীত

লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক হাসিবুল আলম (২৪) মারা গেছেন।

বুধবার রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটলিয়নের সিঙ্গীমারী ক্যম্পের কমান্ডার নূর ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গীমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব পিলার ছয় এস-এর কাছে গুলিবিদ্ধ হন হাসিবুল। গুলি করার পর বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে যান।

হাসিবুল উপজেলার মধ্য সিঙ্গীমারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, বুধবার দুপুরে হাসিবুল এবং আরও কয়েকজন যুবক নো-ম্যান্স ল্যান্ডের কাছে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। সে সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন, তবে অন্যরা পালাতে সক্ষম হন। বিএসএফ সদস্যরা হাসিবুলকে ভারতে নিয়ে যান।

স্থানীয় কৃষক নওশের আলী জানান, তিনিও সীমান্তে তার ধানের জমিতে কাজ করছিলেন। তার চোখের সামনেই ঘটনাটি ঘটেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, বুধবার রাতে ভারত থেকে আসা একটি ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে, বাংলাদেশি যুবক হাসিবুল আলম মারা গেছেন।

সিঙ্গীমারী বিজিবি ক্যম্পের কমান্ডার নূর ইসলাম বলেন, “গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com