বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
শিক্ষাঙ্গন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি





নিজস্ব প্রতিবেদক
Friday, 28 March, 2025
1:38 PM
 @palabadalnet

সুমন সরদার (বাঁয়ে), রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক। ছবি: সংগৃহীত

সুমন সরদার (বাঁয়ে), রাশেদ বিন হাকিম ও ওমর ফারুক। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে সাংগঠনিক পদ থেকে এক মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ছাত্রদল।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই তিনজনকে গতকাল দুপুরের দিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। মধ্যরাতে তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল ও চাঁদা তোলাকে কেন্দ্র করে বাসমালিকদের মারধর করার অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। অন্যদিকে ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগ ওঠে রাশেদ ও ফারুকের বিরুদ্ধে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com