বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
চট্টগ্রাম সিটি
জননেতা নোমানের জানাজায় জনসমুদ্র: চট্টগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন





বাসস
Saturday, 1 March, 2025
12:33 AM
 @palabadalnet

চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি: বাসস

চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি: বাসস

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে দাফন করা হয়েছে।

গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বীর চট্টলার বর্ষীয়ান এই রাজনীতিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্মরণকালের আরেকটি বড় জানাজার সাক্ষী হলো চট্টগ্রামের মানুষ। এতে অংশ নিতে সকাল থেকেই দূর দূরান্তের মানুষ আসতে থাকেন জমিয়তুল ফালাহ মসজিদে। দুপুর হতেই যেন জনসমুদ্রে পরিণত হয় জানাজা স্থল।

সরেজমিন দেখা যায়, ওয়াসার মোড়ে মানুষের ভিড়। পাশে জমিয়তুল ফালাহ মসজিদের ভিতরে রাখা হয়েছে দেশের প্রখ্যাত রাজনীতিবিদ বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ। বাইরে চলছে জানাজার প্রস্তুতি। কেউ মাঠে, কেউ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন জানাজা পড়তে। কেউ কেউ লাইনের বাইরেও ঘুরছেন। ভিন্ন ধর্মের অনেকে আবার জানাজায় আসা নেতা-কর্মীদের সহযোগিতা করছেন।
 
জুমার নামাজ শেষ হতে না হতেই মসজিদ প্রাঙ্গণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যান বিএনপি, জাতীয় পাটি, সিপিবি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। কিছুক্ষণ পর মরহুম আবদুল্লাহ আল নোমানের মরদেহ নামানো হয় অ্যাম্বুলেন্স থেকে। প্রিয় নেতার মুখ দেখতে শৃঙ্খলা ভেঙে নেতাকর্মীরা ছুটে যান অ্যাম্বুলেন্সের সামনে। পরে তাদের শান্ত করে মরদেহ রাখা হয় জানাজার মঞ্চে। তপ্ত রোদে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা শোনেন প্রিয় নেতা সম্পর্কে  স্মৃতিচারণ।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর আহ্বায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন।

নামাজে জানাজা শেষে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্থিতিতে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাউজানের গহিরায় আরেক দফা জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক  কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 

আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের নেতা আবদুল্লাহ আল নোমান ছিলেন পরিপূর্ণ একজন রাজনীতিবিদ। তিনি সামাজিক আন্দোলন করেছেন। তিনি বিনয়ী ভদ্র মানুষ। মনে প্রাণে রাজনীতিবিদ ছিলেন, নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ ছিল। নোমান ভাই গণমানুষের নেতা ছিলেন।”  

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আবদুল্লাহ আল নোমান গণমানুষের নেতা ছিলেন। চট্টলার জন্য তিনি অনেক কিছু করে গেছেন।” 

শাহজাহান চৌধুরী বলেন, “আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা একসঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। তিনি সাধারণ মানুষের রাজনীতি করেছেন।” 

জানাজায় আরো উপস্থিত ছিলেন বিএনপির উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর কমিটির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নোমানের ছেলে তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আনা হয়। এরপর তার মরদেহ রাখা হয় কাজির দেউড়িস্থ ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে।
 
 শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ৯টায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ১১টার দিকে নিয়ে যাওয়া হয় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে। সেখানে রাখা হয় দুপুর ১টা পর্যন্ত। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com