
চট্টগ্রাম: গত ২৮ ফেব্রুয়ারি মব তৈরি করে চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঘটনার দিন-ই দু'জনকে পুলিশের হাতে সোপর্দ করে সাধারণ মানুষ। এরপর গত পহেলা মার্চ রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সবমিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হলো বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্রেফতারকৃতরা পতেঙ্গা সমুদ্র সৈকতে ভয় দেখিয়ে ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়েছিলো। এছাড়াও, তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।
উল্লেখ্য, পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পালাবদল/এসএ