বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
চট্টগ্রাম সিটি
অভিযানে গিয়ে ‘ডাকাতের’ ছুরিকাঘাতে ২ এসআই আহত, গ্রেফতার ২





চট্টগ্রাম ব্যুরো
Tuesday, 25 February, 2025
11:44 PM
Update: 25.02.2025
11:52:58 PM
 @palabadalnet

চট্টগ্রাম: নগরীর বারিক বিল্ডিং এলাকায় অভিযানে গিয়ে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন-ডাবলমুরিং থানার উপপরিদর্শক আহলাদ জামিল ও নজরুল। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযানে ডাকাত সন্দেহে পুলিশ তারেক ও জুয়েল নামে দুইজনকে গ্রেফতার করেছে।

সিএমপি উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হোসেন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাত থেকে আটজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডাবলমুরিং থানা পুলিশ দুপুর ৩টার দিকে বারিক বিল্ডিং মোড়ের পাশে টিন দিয়ে ঘেরা একটি এলাকা ঘেরাও করে।”

“গ্রেফতার করতে গেলে ডাকাতরা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর ছুরি হাতে হামলা চালায়। দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তবে বাকিরা পালিয়ে গেছেন। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে,” বলেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com