বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত





চট্টগ্রাম ব্যুরো
Monday, 31 March, 2025
12:03 PM
 @palabadalnet

 আজ সকাল ৮টায় চট্টগ্রাম নগরের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। ছবি: সংগৃহীত

আজ সকাল ৮টায় চট্টগ্রাম নগরের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরে ঈদের প্রধান জামায়াত আজ সোমবার সকাল আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজারো মুসল্লি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামায়াতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামায়াতে শরিক হন।

অন্যান্য বছর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজে অংশ নিলেও এবার তাদের কাউকে দেখা যায়নি।

ঈদের দিন প্রথম ও প্রধান জামায়াতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামায়াত শুরুর আগে নগরের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মসজিদে আসতে শুরু করেন। কেউ একা, কেউ কেউ দল বেঁধে ঈদের মসজিদে আসেন। শিশু-কিশোররা আসে অভিভাবকদের সঙ্গে। সবার পরনে ছিল নতুন পায়জামা-পাঞ্জাবি। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষ এবার সুষ্ঠুভাবে ঈদ উদ্যাপন করছে। বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। এবার মানুষ শান্তিতে রোজা পালন করেছেন। ঈদও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারছেন। এ জন্য আল্লাহের দরবারে শুকরিয়া জানান তিনি।

পরিচ্ছন্ন চট্টগ্রাম শহর ও জলাবদ্ধতামুক্ত নগর গড়তে চট্টগ্রামবাসীর সহায়তা চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়ুক। ধনী-গরিবের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে। সুখী, সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করার প্রত্যয় জানান। এ ছাড়া চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জলাবদ্ধতামুক্ত নগর গড়তে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক সামগ্রী না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র শাহাদাত হোসেন।

জমিয়াতুল ফালাহ মসজিদে সকাল পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। সেখানেও হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com