বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
ধর্ম ও জীবন
সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়াসহ যেসব দেশে চাঁদ দেখা গেছে





পালাবদল ডেস্ক
Saturday, 1 March, 2025
12:04 AM
 @palabadalnet

সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার থেকে এসব দেশে রোজা শুরু হতে যাচ্ছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ব্রুনেই ও ফিলিপাইনেও রমজানের চাঁদ দেখা গেছে।

এছাড়া, অস্ট্রেলিয়াও আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশে রোজা শুরু কবে জানা যাবে শনিবার

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্সে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com