বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
কেরানীগঞ্জে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১





কেরানীগঞ্জ প্রতিনিধি
Tuesday, 25 February, 2025
11:42 PM
Update: 25.02.2025
11:48:13 PM
 @palabadalnet

কেরানীগঞ্জ: রাজধানীর কাছে কেরানীগঞ্জে ধারাল অস্ত্রের আঘাতে এক নারীকে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের আগানগরের আমবাগিচা ছোট মসজিদ সংলগ্ন দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে আহত সীমা আক্তারকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতের সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের স্বামী আকতার হোসেন বলেন, “আমার স্ত্রী আমাদের ৭ বছর বয়সী মেয়েকে নিয়ে বের হয়েছিল। ঘটনাস্থলের লোকজনের কাছে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে (সীমাকে) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।” 

ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে ইমাম হোসেনকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পিটুনি দেয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com