বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
রূপগঞ্জে পোশাককর্মীদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, আহত অন্তত ৫০





নারায়ণগঞ্জ প্রতিনিধি
Wednesday, 9 April, 2025
5:38 PM
 @palabadalnet

ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একটি কারখানার পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

আজ বুধবার দুপুর ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে উপজেলার ভুলতা এলাকার রবিনটেক্স লিমিটেডের শ্রমিক ছাড়াও পুলিশ ও সেনাসদস্যরা আছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে রবিনটেক্স কারখানার অন্তত ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা আজ সকালে কারখানার সামনে জড়ো হন। পরে দুপুরে যৌথবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com