লম্বা বিরতির পর অবশেষে শুরু হচ্ছে ইন্টার মায়ামির নতুন মৌসুম। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে বুধবার (বাংলাদেশ সময়) তাদের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। তবে তাদের বিপক্ষে এই ম্যাচে না খেলার ইচ্ছা প্রকাশ করেছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো।
মূলত ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত ইন্টার মায়ামি। কিন্তু বুধবার কানসাস সিটিতে নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটি প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে, এই ম্যাচে নামার সময় তাপমাত্রা থাকবে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঠাণ্ডা প্রভাব বাতাসের একে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসের অনুভূতি সৃষ্টি করবে।
তবে এই বাজে আবহাওয়ার জন্য ম্যাচটি স্থগিত করা করার বিষয়ে আলোচনাও হয়েছে বলে জানা গেছে। এমনকি উষ্ণ কোনো জায়গায় স্থানান্তরের আলোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত যদি নির্ধারিত স্থানেই ম্যাচটি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে মাঠে নাও দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।
পানিজো জানিয়েছেন, মেসি এমন প্রতিকূল আবহাওয়ায় খেলতে অনিচ্ছুক। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আমার সূত্র বলছে, লিওনেল মেসি মঙ্গলবার স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে প্রচণ্ড ঠাণ্ডায় খেলতে চান না। তবে তিনি খেলবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। একটি সম্ভাবনা আছে যে, মেসি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাও খেলতে পারেন।”
এর আগে মেসির দীর্ঘদিনের বন্ধু এবং বর্তমানে ইন্টার মায়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজ একবার বলেছিলেন, “মেসি আমাকে বলেছিল, ঠাণ্ডা এবং বরফের মধ্যে খেলতে তার খুব কষ্ট হয়। অবশ্যই ঠাণ্ডার সঙ্গে অভ্যস্ত হতে হয়।”
তবে এমএলএস ইতিহাসের সবচেয়ে শীতল ম্যাচটি হয়েছিল ২০১৯ সালে, যেখানে কলোরাডো র্যাপিডস এবং পোর্টল্যান্ড টিম্বার্সের ম্যাচের সময় তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে। ইন্টার মায়ামি এবং স্পোর্টিং কানসাস সিটির মধ্যকার ফিরতি ম্যাচটি ২৫ ফেব্রুয়ারি চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।