বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
জাতীয়
সারাদেশে আয়নাঘর ৭০০-৮০০, সবগুলো বের করা হবে: প্রেস উইং





নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 February, 2025
12:41 AM
 @palabadalnet

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে ‘আয়নাঘর’ নামে পরিচিত নির্যাতনকেন্দ্রের সংখ্যা ৭০০-৮০০টি এবং সরকার সবগুলো খুঁজে বের করবে।

বুধবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। 

তিনি বলেন, “কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না। কিন্তু আমরা আজ ঢাকার তিনটা আয়নাঘর পরিদর্শন করলাম।”

“বাংলাদেশে যত আয়নাঘর আছে সবগুলো খুঁজে বের করা হবে। গুম বিষয়ক তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী, আমরা জেনেছি এটার সংখ্যা ৭০০-৮০০টি। এগুলো শুধু ঢাকায় নয়। দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল,” বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “হিউম্যান রাইটস ওয়াচকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন যে, গুম-খুনের পেছনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ ছিল।”     

“জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে,” বলেন তিনি।

প্রেস সচিব বলেন, “আমরা যে জায়গাগুলোতে গেছি, সবগুলোর ছবি দিয়েছি। খুবই ছোট ছোট জায়গা। এগুলো খুঁজে বের করা চ্যালেঞ্জ ছিল। আমাদের সঙ্গে বিটিভি ও পিআইবির ক্যামেরা ছিল। বাইরের নেত্র নিউজ ও আল-জাজিরা ছিল।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com