বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
বিনোদন
মৃত্যুর পরে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে, অচেনা ভক্তের কাণ্ড





পালাবদল ডেস্ক
Monday, 10 February, 2025
7:17 PM
 @palabadalnet

নানা বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তবু তাকে নিয়ে তার অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এমনকি এক অনুরাগী মৃত্যুর আগে তার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে!

নিশা পাটিল নামে ওই মহিলা ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। তাই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে। অথচ জীবদ্দশায় নিশা নাকি কখনও সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে।

২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই অনুরাগী ৭২ কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয়। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাটিল জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগেই তাই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আর্জি জানাতে একাধিক বার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।

তবে কোটি কোটি টাকার সম্পত্তি তার নামে অনুরাগী লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয় নিজে। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাটিলকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। পুরো পরিস্থিতিতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়েছিলেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার।

সঞ্জয় সেই সময়ে বলেছিলেন, “আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।” চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com