বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
বুধবার ২৬ মার্চ ২০২৫
 
সারাবাংলা
টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে আ. লীগ কার্যালয় ভাঙচুর, সাবেক এমপি শুভর বাড়িতে আগুন





টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 6 February, 2025
8:13 PM
 @palabadalnet

টাঙ্গাইল: টাঙ্গাইলে এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়।

এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়।

এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফজলুর রহমান ফারুক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভর বাবা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মীরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “আমরা ভাঙচুরের খবর শুনেছি। কিন্তু নিজেদের নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যাইনি।”

এর আগে, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com