বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
আইন-আদালত
খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি ১০ নভেম্বর





নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
12:46 PM
 @palabadalnet

 খালেদা জিয়া। ফাইল ছবি

খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ মার্চ ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী তার ১০ বছরের সাজা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেন।

এর আগে, নিম্ন আদালতের দেওয়া সাজা বাড়াতে দুদকের করা রিভিশনের আবেদন গ্রহণ করে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এ রায় দেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

এই মামলায় ঢাকার একটি বিশেষ আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়।

একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ খালেদার জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এদিকে গত ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করার অনুমতি দেন হাইকোর্ট।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]