বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
অর্থ-বাণিজ্য
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ৪ নভেম্বর





নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
6:26 PM
 @palabadalnet

ঢাকা: আগামী ৪ নভেম্বর সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে সভার আলোচ্যসূচি উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুয়াজ্জেম হোসেন বলেন, প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় নিম্ন আদালতের কয়েকজন বিচারকের পদোন্নতি এবং আগামী বছরের জন্য সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।'

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দুটি বিভাগে বিচার কার্যক্রম পরিচালিত হয়। এর একটি আপিল বিভাগ এবং অন্যটি হাইকোর্ট বিভাগ।

এই দুই বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে যে সভা অনুষ্ঠিত হয় তাকেই ফুলকোর্ট সভা বলা বলা হয়।

বিচার বিভাগের প্রধান নির্বাহী হিসেবে এই সভা আহ্বানের এখতিয়ার প্রধান বিচারপতির।

ফুলকোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি।

অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]