
সংগৃহীত ছবি
ঢাকা: বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক ঋণ পরিশোধের শর্ত পূরণে পর্যাপ্ত রিজার্ভ নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা আটটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ডলার কিনেছে।
এ নিয়ে চলতি অর্থবছরে নিলাম পদ্ধতিতে মোট এক হাজার ৯৮১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
অথচ, ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত গত তিন বছরে কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রি করেছে।
গত জুলাইয়ের শুরু থেকে ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে। গত ২ জুলাই ১২২ টাকা ৮৫ পয়সা দরে ডলার লেনদেন হলেও ৬ অক্টোবর তা পৌঁছে যায় ১২১ টাকা ৮০ পয়সায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আমদানি কমে যাওয়া এর অন্যতম কারণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার ১০৪ মিলিয়ন ডলার কেনার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবরের শুরুতে রিজার্ভ ছিল ২১ বিলিয়ন ডলার।
পালাবদল/এসএ