সোমবার ২৩ জুন ২০২৫ ৯ আষাঢ় ১৪৩২
সোমবার ২৩ জুন ২০২৫
 
দক্ষিণ এশিয়া
এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী





পালাবদল ডেস্ক
Friday, 4 October, 2024
11:50 PM
 @palabadalnet

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

প্রায় এক দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী। 

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি কনক্লেভে যোগ দিতে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর। পাকিস্তান সফরে শেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফর করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রান্ধির জসওয়াল। 

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

এতে বলা হয়, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর এসসিও এর কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট সম্মেলনের আয়োজন করেছে পাকিস্তান। এই সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জসওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন জয়শঙ্কর। তিনি শুধু এসসিও এর শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জসওয়াল। আগস্টে এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। 

জয়শঙ্করের পাকিস্তান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে। এসসিও এর সম্মেলনে ভারতের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীর যোগদান আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে এশীয় ৯টি রাষ্ট্রের সম্মিলিত জোট যা মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে উদ্দেশ্য করে ১৯৯৬ সালে গঠিত হয়েছিল। এই সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে- পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
 
পালাবদল/এসএ
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com