চলমান রোহিঙ্গা সংকট ও বৈশ্বিক অভিবাসন সমস্যা নিয়ে আলোচনার জন্য নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে একটি বৈঠক হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা’র একটি প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তৌহিদ হোসেন বাংলাদেশের ওপর চাপানো দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রোহিঙ্গারা যেন তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমারের ওপর অব্যাহত চাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই বৈঠকে।