বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
বুধবার ৫ নভেম্বর ২০২৫
 
ক্রিকেট
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে





স্পোর্টস ডেস্ক
Saturday, 17 August, 2024
1:53 PM
 @palabadalnet

নিরাপত্তা ইস্যুতে আগামী অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত। এই পরিস্থিতি বুঝতে পেরে টুর্নামেন্টটি আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নিজেদের আগ্রহের কথা ইতোমধ্যে আইসিসির কাছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে জিম্বাবুয়ে। সেই অভিজ্ঞতা থেকেই একটি পূর্নাঙ্গ আইসিসি ইভেন্ট পেতে চায় তারা।

এর আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ পেয়েছিল জিম্বাবুয়ে। এরপর লম্বা সময় তারা বড় কোন টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি।  আর্থিকভাবে সংকটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাই মুখিয়ে আছে এবারের সুযোগ লুফে নিতে।

আগামী ৩ থেকে ২০ অক্টোবর হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেটি বাংলাদেশে হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে ২০ অগাস্ট।

ক্ষমতার পালাবদল কেন্দ্র করে বাংলাদেশে চলছে অস্থিরতা। পুলিশি ব্যবস্থা চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় তৈরি হয়েছে নিরাপত্তা সংকট। সেই সঙ্গে চলমান ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের টানাপড়েন স্পষ্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড পরিচালকদের সরে যাওয়ার গুঞ্জন আসছে। নতুন করে বোর্ড সাজানোর কথাও শোনা যাচ্ছে জোরেশোরে। এমন অবস্থায় অনিশ্চয়তা বাড়ছে।

সেই সঙ্গে বেশ কয়েকটি দেশ নিরাপত্তার কারণে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

এদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে এর আগে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। আমিরাতে অবকাঠামো প্রস্তুত। জিম্বাবুয়েতে গ্যালারিতে আসন সংখ্যা কম হলেও সেখানকার মানুষ বেশ আমুদে ও খেলা প্রিয়। একই সঙ্গে জিম্বাবুয়েতে বিশ্বকাপ আয়োজনে খরচও আমিরাত থেকে পড়বে কম।

জিম্বাবুয়ের সুবিধা আছে আরেকটি। দেশটির আবহাওয়া বেশ আরামদায়ক, যা আমিরাতে মিলবে না। তবে এই দুই সম্ভাবনা নিয়ে আলাপ হবে তখনই, যখন বাংলাদেশকে চূড়ান্তভাবে বাতিল করা হবে। কারণ এখনো বিশ্বকাপ আয়োজন ধরে রাখার অবস্থানে আছে বাংলাদেশ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com