বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
বুধবার ৫ নভেম্বর ২০২৫
 
রাজনীতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল





নিজস্ব প্রতিবেদক
Monday, 4 March, 2024
12:32 PM
 @palabadalnet

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: কারাগার থেকে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। তার একান্ত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনুস আলী প্রথম আলোকে বলেন, বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতিমধ্যে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৮ মার্চ মির্জা ফখরুল দেশে ফিরতে পারেন বলেও জানান ইউনুস আলী।

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কারাগার থেকে মুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে জানান বিএনপির পেশাজীবী ফোরামের নেতা ও চিকিৎসক এ বি এম জাহিদ হোসেন।

৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে যেতে হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রোববার সিঙ্গাপুরে গেছেন। হৃদ্‌রোগের চিকিৎসার জন্য তাকেও নিয়মিত সিঙ্গাপুরে যেতে হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com