সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
সোমবার ২৭ অক্টোবর ২০২৫
 
বিদেশ
নাগরিকদের জন্য ‘বৈশ্বিক সতর্কতা’ জারি করল আমেরিকা





পালাবদল ডেস্ক
Friday, 27 October, 2023
10:11 PM
 @palabadalnet

বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনার জেরে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে আমেরিকা। ইসরাইল-হামাস যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে এমন সতর্কবার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

‘বৈশ্বিক সতর্কতা’ শিরোনামে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি, সন্ত্রাসী হামলার সম্ভাবনা এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভের কারণে বিদেশে অবস্থানরত আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হলো। 

সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থানে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া অন্যান্য তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে যুক্ত হতে বলা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন সময়ের আপডেট পেতে পররাষ্ট্র দপ্তারের ফেসবুক ও টুইটার ফলো করতে বলা হয়েছে।

এছাড়া পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, “বৈশ্বিক সতর্কবার্তা জারি করার আগে আমরা বেশকিছু বিষয় বিবেচনায় নিয়েছি। এটি অগত্যা কোনো জিনিস নয়। আমরা সারা বিশ্বে নজর রাখছি। তবে এই বৈশ্বিক সতর্কবার্তা জারির মানে এই নয় যে, আমেরিকা তার নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে “ 

এর আগে আফগানিস্তানের কাবুলে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার পর ২০২২ সালের আগস্টে সবশেষ এ ধরনের বৈশ্বিক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছিল আমেরিকা।
 
পালাবদল/এসএ   


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com