মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
 
রাজধানী
৫৪ লাখ টাকা ডাকাতিতে জড়িত পুলিশ সদস্যদের নিয়ে যা বললো ডিবি





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 October, 2023
3:25 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর দোলাইরপাড়ে এক ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় পুলিশের দুই সদস্য জড়িত থাকার বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কার পরিচয় কি সেটি বিবেচ্য বিষয় না। কেউ অপরাধ করলে আমরা তাকে অপরাধী হিসাবে দেখি। তাকে কোনো ছাড় দেয়া হবে না। আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা এই পরিচয় দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের আমরা গ্রেফতার করেছি।  এখন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে আনা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার মিন্টোরোডের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হারুন বলেন, “তদন্তে নেমে জানতে পারি ঘটনার সঙ্গে পাঁচজন জড়িত। আমরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছি। মামলায় ভুক্তভোগীরা উল্লেখ করেছে ৫৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। মামলা দস্যুতার তবে তদন্তে নেমে দেখলাম এটি একটি ডাকাতি ঘটনা। গ্রেফতার চার জনের কাছ থেকে ৪১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। পলাতক একজনকে গ্রেফতার করতে পারলে বাকি টাকা উদ্ধার হবে বলে আশা করছি।” 

তিনি বলেন, “ঘটনার এক দিনের মধ্যে ডাকাতদের গ্রেফতারসহ টাকা উদ্ধার করা হয়েছে।”

এর আগে ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডিবির ওয়ারী ডিভিশন পুলিশের ওই দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার পুলিশের দুই সদস্য হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েম। দেলোয়ার গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ও আবু সায়েম কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত আছেন।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে দেলোয়ার ও সায়েমের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার একই ঘটনায় মো. মোশারফ হোসেন ও মো. আবদুল বাতেন নামের গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ডিবি জানায়, রোববার সকাল ৯টার দিকে শ্যামপুর থানার দোলাইরপাড়ে একটি বেসরকারি হাসপাতালের সামনে ছিনতাইয়ের শিকার হন আবুল কালাম নামের একজন ব্যবসায়ী। কয়েক ব্যক্তি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে তার কাছে থাকা ৫৪ লাখ টাকা ছিনিয়ে নেন। তারপর ঢাকা-মাওয়া মহাসড়কের রসুলপুর এলাকার একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যান তাকে। আবুল কালাম ওই টাকা মতিঝিলের জনতা ব্যাংকে জমা দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় শ্যামপুর থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্র জানায়, মামলার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি গাড়ির নম্বর শনাক্ত করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করা হয়। সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই তাদের আদালতে পাঠানো হলে দুজন (মোশারফ ও বাতেন) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পালাবদল/ ডেস্ক


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com