মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ ৫ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
 
প্রবাস
এক দফা দাবিতে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা





পালাবদল ডেস্ক
Saturday, 2 September, 2023
7:11 PM
 @palabadalnet

লন্ডন: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে লন্ডনে ‌‘মার্চ ফর ডে‌মো‌ক্রেসি অ্যান্ড হিউমান রাইটস’ গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে প্রবাসী বাংলাদেশীরা। লন্ডনের হাইড পার্ক স্পিকার কর্ণার থেকে ওয়েস্ট মিনিস্টার, ট্রাফালগার স্কয়ার হয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

পদযাত্রা শেষে ১০ ডাউনিং স্ট্রিটে বৃটিশ প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক প্রমুখ। যুক্তরাজ্য শাখা বিএনপির আয়োজিত এই গণপদযাত্রায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতা-কর্মী, সমর্থকরা ও রাজনৈতিক সচেতন প্রবাসী বাংলাদেশিরা এসে যোগ দেন। অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। 

এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ভয়েস ফর গ্লোবালের ড. হাসনাত এম হোসাইন, কেএম আবু তাহের চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র আম অহিদ, সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী প্রকৌশলী আবদুর রহমান সানি প্রমুখ। -সংবাদদাতা

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com