বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
বুধবার ২৯ অক্টোবর ২০২৫
 
অর্থ-বাণিজ্য
যিনি বলেন অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি পড়েন না: অর্থমন্ত্রীর





নিজস্ব প্রদিতবেদক
Thursday, 31 August, 2023
4:57 PM
 @palabadalnet

 অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ফাইল ছবি

ঢাকা: যিনি বলেছেন অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি পড়েন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

তিনি আরো বলেন, “এখন সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশ একটি রোল মডেল।”

কিছু দিন আগে সংবাদ প্রকাশিত হয়েছে অর্থমন্ত্রীকে পাওয়া যায় না এবং ভুল অর্থনীতির কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। এ বিষয়ে আপনার মন্তব্য কী-গণমাধ্যমকর্মীদের এই প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী এ কথা বলেন।

এর আগে অর্থ মন্ত্রণালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

এ সময় পাল্টা প্রশ্ন রাখেন তিনি, “অর্থনীতি আর কত ভালো হবে?”

জাপানের বিনিয়োগকারীদের ৭১ শতাংশ অসন্তুষ্ট, একটি জরিপে এমন এসেছে; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, “জাপানি কোম্পানি কোনটা ইনভেস্ট করেছে? শুধু একটিই আছে তাদের, সেটা হলো সিগারেট ম্যানুফ্যাকচারিং।”

আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও এ সময় জানান তিনি।

মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে এ ব্যাপারে মত জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “যখন আমরা দায়িত্ব ভার গ্রহণ করি, তখন কত ছিল মূল্যস্ফীতি? ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে আমাদের মূল্যস্ফীতি এখন ৭ দশমিক ৫ শতাংশ। এই দুরাবস্থার মধ্যেও ৭ দশমিক ৫ শতাংশ।”

জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে—কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার ভেতরে কত দিন আপনি অর্থনীতি চালাবেন পরিকল্পনা মতো! তারপরও অনেক ভালো চলছে আমাদের অর্থনীতি। সবাই বলে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।”

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com