শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫
 
জাতীয়
ওসমান হাদী লাইফ সাপোর্টে





নিজস্ব প্রতিবেদক
Friday, 12 December, 2025
6:11 PM
Update: 12.12.2025
6:14:27 PM
 @palabadalnet

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী 'লাইফ সাপোর্টে' আছে।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।

পরিচালক বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে দুপুরে ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হাদী একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সেসময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে। র‍্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, তারা ঘটনাটি নিয়ে কাজ করছেন। তবে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুলির ঘটনা ঘটে পল্টন ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।

গুলিবিদ্ধ হওয়ার সময় হাদীর পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন।

মো. রাফি বলেন, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদী ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।”

ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী সাকিব হোসেন বলেন, “যখন গুলি চলে তখন আমি ভবনের ভেতরে ছিলাম। শব্দ শুনে দ্রুত রাস্তায় গিয়ে দেখি একটি রিকশায় তাকে (হাদীকে) নিয়ে যাচ্ছে। রাস্তায় রক্ত পড়ছিল।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদী। এসময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদীকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com