মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
 
জাতীয়
ইসির নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপিসহ ১৬টি দল





নিজস্ব প্রতিবেদক
Sunday, 10 August, 2025
9:48 PM
Update: 10.08.2025
9:49:25 PM
 @palabadalnet

 নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ আরো ১৬টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। ছবি: সংগৃহীত

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ আরো ১৬টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। ছবি: সংগৃহীত

ঢাকা: নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ আরো ১৬টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে।

পরবর্তীতে এই দলগুলোর মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন।

নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২ জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল ১৪৫টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারায় সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে তেসরা অগাস্ট পর্যন্ত সময় বেধে দেয় ইসি।

তখন ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে মোট ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় ইসিতে।

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পারে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি রাজনৈতিক দল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com