(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী। ফাইল ছবি
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা প্রথম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা চান ভারতের লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে রাহুলের দাবি, সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। সেখানেই ‘অপারেশন সিঁদুর’ এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চান রাহুল।
সংক্ষিপ্ত চিঠিতে রাহুল লেখেন, ‘‘আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় সম্মিলিত সংকল্প দেখানোর একটি সুযোগও হবে। আমি বিশ্বাস করি, আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।’’ শুধু রাহুল একা নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও একই অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।
যুদ্ধবিরতি ঘোষণার পরই কংগ্রেসের মধ্যে থেকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠেছে। ট্রাম্পের ঘোষণাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে কংগ্রেসের তরফে পরবর্তী বেশ কয়েকটি পদক্ষেপের দাবি জানানো হয়। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ স্মরণ করিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে মোদি সরকারের কী করা উচিত। তিনি মনে করেন, তার দাবিগুলি আগের তুলনায় সংঘর্ষবিরতি ঘোষণার পর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে একটি সর্বদল বৈঠকের আহ্বান জানান জয়রাম।