শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
শুক্রবার ৯ মে ২০২৫
 
রাজধানী
রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেছেন একজন নারী





নিজস্ব প্রতিবেদক
Monday, 5 May, 2025
3:24 PM
 @palabadalnet

অটোরিকশা। ফাইল ছবি

অটোরিকশা। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেছেন একজন নারী।

আজ বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম বলেন, “ভাই ও বোন অটোরিকশায় করে যাচ্ছিল। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

তবে ওই নারীর বয়স ও নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটোরিকশা দুর্ঘটনায় মারা যান দুই জন। গত কয়েক সপ্তাহে রাজধানীতে অটো রিকশায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

গত বছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী একটি সংগঠন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com