বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
রাজধানী
বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত: উপদেষ্টা আসিফ মাহমুদ





পালাবদল ডেস্ক
Monday, 24 March, 2025
1:51 AM
 @palabadalnet

রোববার নগর ভবনস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি

রোববার নগর ভবনস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি

ঢাকা: আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে এবার ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, “সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত। সুলতানি আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”

এ বিষয়ে প্রস্তুতি সভা শেষে আয়োজিত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান বলে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদ নতুনভাবে উদযাপিত হোক। শুধু ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদটা কাটুক সমবেতভাবে।”

উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জামায়াত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‌্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানিয়েছেন, ঢাকার কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com