
সাবিলা নূর। ফাইল ছবি
ঢাকা: ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন সাবিলা নূর।ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমার শুটিংয়ে গতকাল রোববার অংশ নিয়েছেন এই দুই তারকা।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রাজশাহীর পুঠিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।
সিনেমাটিতে সাবিলা নূর আছেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল।
অবশেষে জানা গেল, রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলার।
পালাবদল/এসএ