ঢাকা: প্রচারসংখ্যায় কারচুপি এবং অসত্য তথ্য দেওয়ার অভিযোগে দৈনিক ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। এর ফলে এখন থেকে ভোরের কাগজ সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত পাবলিক লিমিটেড কোম্পানি, জেলা, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় প্রশাসনের বিজ্ঞাপন এবং নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।
গত ২৪ মার্চ তারিখে দেওয়া চিঠিতে ডিএফপি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে বিষয়টি এখন জানাজানি হয়েছে।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। পত্রিকাটির একজন সাংবাদিক এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ডিএফপির কর্মকর্তাদের পরিদর্শনসহ এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়।