বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
ক্রিকেট
প্রথম ম্যাচেই ফিলিস্তিনের শিশুদের জন্য তহবিলে মুলতানের ১৫ লাখ রুপি





স্পোর্টস ডেস্ক
Sunday, 13 April, 2025
5:53 PM
 @palabadalnet

ছবি: এএফপি

ছবি: এএফপি

মানবতার স্বার্থে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের শিশুদের জন্য ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য দিতে এগিয়ে এসেছে তারা। এবারের আসরে দলটির ব্যাটারদের হাঁকানো প্রতিটি ছক্কা ও বোলারদের নেওয়া প্রতিটি উইকেটের জন্য ওই তহবিলে ১ লাখ পাকিস্তানি রুপি যোগ হবে।

এক ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মৌসুমে আমরা ফিলিস্তিনের দাতব্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করব।”

তিনি যোগ করেছেন, “আমাদের ব্যাটারদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, মুলতানের কোনো খেলোয়াড় যখনই ছক্কা মারবেন, তখনই আমরা ফিলিস্তিনের জন্য ত্রাণ তহবিলে ১ লাখ রুপি প্রদান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগের অংশ হতে চেয়েছেন। তাই সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের প্রতিটি উইকেটের জন্যও আমরা ফিলিস্তিনের জন্য ত্রাণ তহবিলে ১ লাখ রুপি প্রদান করব। বিশেষ করে, যেসব দাতব্য সংস্থা শিশুদের জন্য কাজ করে,  তাদেরকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।”

চলমান পিএসএলে মুলতানের প্রথম ম্যাচ ছিল গতকাল করাচি কিংসের বিপক্ষে। ওই ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হারলেও ত্রাণ তহবিলে ১৫ লাখ পাকিস্তানি রুপি যোগ করেছে তারা। এবারের আসরে আরও অন্তত নয়টি ম্যাচ খেলবে দলটি।

করাচির বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। তাদের ব্যাটাররা মিলে মারেন মোট নয়টি ছক্কা। পাঁচটি আসে সেঞ্চুরি হাঁকিয়ে ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনটি ছক্কা হাঁকান মাইকেল ব্রেসওয়েল, একটি কামরান গুলাম। ৪ বল হাতে রেখে ওই সংগ্রহ তাড়ায় সফল হওয়া করাচির ৬ উইকেট শিকার করতে পারেন মুলতানের বোলাররা। তিনটি নেন আকিফ জাভেদ। একটি করে উইকেট দখল করেন ব্রেসওয়েল ও উসামা মীর। বাকিটি রানআউট।

ভিডিও বার্তায় তারিন আরও বলেন, “আমাদের মনোযোগ মাঠে শক্তিশালী পারফরম্যান্স করার ওপর। তবে আমরা বিপর্যস্ত শিশুদের সঙ্গে সংহতি প্রকাশ করতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি বৃহৎ প্রচেষ্টার ছোট একটি পদক্ষেপ এবং আমরা তা শুরু করতে পেরে গর্বিত।”

করাচির বিপক্ষে ম্যাচের পর মুলতানের স্বীকৃত এক্স পেজ থেকে বলা হয়েছে, “আমাদের প্রতিশ্রুতি অনুসারে মুলতানের সুলতানদের (খেলোয়াড়দের) মারা প্রতিটি ছক্কা এবং নেওয়া প্রতিটি উইকেটের জন্য (ত্রাণ তহবিলে) ১ লাখ পাকিস্তানি রুপি অনুদান দেওয়া হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com