বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
বিনোদন
এ বছর অন্তর্ভূক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হবে: সংস্কৃতি উপদেষ্টা





নিজস্ব প্রতিবেদক
Monday, 24 March, 2025
1:43 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এ বছরের অন্তর্ভূক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হবে। প্রথমবারের মতো সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীকে নিয়ে একটি সর্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সব জাতিসত্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে।

রোববার সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

"সমাজ থেকে কোন সংস্কৃতিকে বা জনগোষ্ঠীকে তার আচারকে, রীতি নীতিকে এক্সক্লুড করা কোন সমাজের জন্য মঙ্গলজনক না। দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি এটা ভালো" বলেন মোস্তফা সরয়ার ফারুকী

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে। এতে চাকমা, মারমা ও বাংলা ব্যান্ড গান গাইবে।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চে বাংলার বাউল, ফকিররা গান গাইবেন বলে জানান উপদেষ্টা ফারুকী।

উপদেষ্টা জানিয়েছেন ঢাকাসহ সারা দেশের জেলা - উপজেলায় পালিত হবে নববর্ষ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com