বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
মিডিয়া
বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা





নিজস্ব প্রতিবেদক
Monday, 24 March, 2025
12:31 AM
 @palabadalnet

মাহবুব মোর্শেদ ও আবদুল হাই শিকদার। ছবি: সংগৃহীত

মাহবুব মোর্শেদ ও আবদুল হাই শিকদার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিন জনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার।

গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে এ মামলা করা হয়।

অপর আসামিরা হলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামী ফোরাম) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ। 

আবদুল হাই শিকদারের আইনজীবী আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

এজাহারে বলা হয়, মাহবুব মোর্শেদ, খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ বিভিন্ন সময়ে মনগড়া ও বিভ্রান্তিকর কবিতা এবং ফেসবুক পোস্টের মাধ্যমে বাদীর সম্মানহানি করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com