ঢাকার শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
সিএনজি অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার ব্যাপারে নির্দেশনা বাতিলের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএর ইস্যু করা নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের (মিডিয়া ও পাবলিক রিলেশনস) সই করা বিবৃতিতে অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধের কথা জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
এতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিটে উল্লেখ করা এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে দেখানো ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না।
এর প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে ঢাকায় আন্দোলন করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। আজ রোববার সকালে ঢাকার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন চালকরা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।