
আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
ঢাকা: রাজধানীর ইসলামবাগের কামালবাগ এলাকায় একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ আগুন লাগে। পরে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
পালাবদল/এসএ