বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
জাতীয়
প্রফেসর ইউনূস দুবাই পৌঁছেছেন





পালাবদল ডেস্ক
Thursday, 13 February, 2025
1:52 AM
 @palabadalnet

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দুবাই:  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে বুধবার দিবাগত রাতে দুবাই পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহৌল আল ফালাসি।

ড. আল ফালাসি অধ্যাপক ইউনুসের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুবাইয়ে গত এক দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তাদের বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসেইফ আল হামাদি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে হলো একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে বিশ্বনেতারা, নীতি নির্ধারকরা এবং বিশেষজ্ঞরা বৈশ্বিক চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করতে একত্রিত হন। 

গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার দুবাই সফরের বিষয়ে জানান, ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

তিনি বলেন, “সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বৈশ্বিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।”

সংক্ষিপ্ত দুবাই সফরে সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রফেসর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com