বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
ক্রিকেট
আলিসের পর চিটাগাং কিংসের আরাফাত সানির অ্যাকশনও প্রশ্নবিদ্ধ





ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 4 February, 2025
2:58 PM
 @palabadalnet

আরাফাত সানি। ফাইল ছবি

আরাফাত সানি। ফাইল ছবি

৯ বছর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ হয়েছিলো। অ্যাকশন শুধরে এতদিন খেলা চালিয়ে গেলেও ফের তার অ্যাকশন পড়ছে প্রশ্নের মুখে। আরাফাত সানিকে তাই আরও একবার অ্যাকশনের পরীক্ষায় যেতে হবে। এদিকে আলিস আল ইসলামের পর চলতি বিপিএলে চিটাগাং কিংসের দ্বিতীয় বোলার হিসেবে সানির অ্যাকশন প্রশ্নের মুখে পড়ল।

 এই খবর নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তিনি জানান তিন দিন আগে সানির অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন আম্পায়াররা,  'আম্পায়াররা রিপোর্ট করেছে তিনদিন আগে। ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে বোলিং রিভিউ কমিটির কাছে। ওখানে ওকে পরীক্ষা দিতে হবে সাতদিনের মধ্যে। খেলা চালিয়ে যেতে পারবে এই সময়ে।'

নির্দিষ্ট কোন ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠেছে তা জানা না গেলেও রকিবুল জানান প্লে অফের আগের ম্যাচ অর্থাৎ শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে তার। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালসিরি।

বিপিএলে এবার চিটাগাং কিংসের হয়ে খেলছেন সানি। এই দলের আরেক স্পিনার আলিসের অ্যাকশনও সন্দেহজনক বলে রিপোর্টেড হয়। পরে তিনি অ্যাকশনের পরীক্ষাও দিয়েছেন। সেই ফল এখনো আসেনি।

সানিকে পরীক্ষা দিতে হবে পরের শনিবারের মধ্যে। তবে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি থাকায় বিপিএলের বাকি অংশ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে না চিটাগাং কিংসকে। এবার বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানি।

২০১৬ সালে অ্যাকশন অবৈধ হওয়ায় বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিলো তাকে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেননি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]